
সকল শিক্ষার্থী ও অভিভাবককে জানাই উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভ কামনা। আলাের পথযাত্রী নবীনপ্রাণ শিক্ষার্থীবৃন্দ, বিদ্যালয় পার হয়ে তোমরা মহাবিদ্যালয়ের বৃহত্তম প্রাঙ্গণে প্রবেশ করছো, তোমাদের শিক্ষাজীবনে এই পর্যায় হােক সাফল্যে উজ্জ্বল। সুশৃঙ্খল অধ্যয়ন, ধারাবাহিক অনুশীলন ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে তােমাদের মেধা হোক শানিত ও দীপ্ত । নিরন্তর পরিচর্যার মধ্য দিয়ে প্রতিভার সুখ কোরক পূর্ণ প্রস্ফুটিত শতদলের মতো বিকশিত হয়ে সাফল্যের স্বর্ণশিখর স্পর্শ করুক। তােমরা আধুনিক প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানসম্মত ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ বিশ্নাব নাগরিক হয়ে ওঠো। তোমাদের অপার সম্ভাবনাময় প্রতিভার হীরক দ্যুতিতে উজ্জ্বল হােক প্রতিষ্ঠান, দেশ ও জাতি ।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের উৎকর্ষের সূচক নির্ণীত হয় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফল এবং শিক্ষা সহায়ক নানা ধরনের কর্মকান্ডের বিস্তৃতির ওপর।
এই সমৃদ্ধ ঐতিহ্যের অংশীদার হওয়ার জন্য কলেজের মনােরম কাম্পাসে তোমাদের স্বাগত জানাই।
প্রফেসর মোঃ মোশারফ হোসেন-৫৪২৪
অধ্যক্ষ
নীলফামারী সরকারি মহিলা কলেজ
নীলফামারী